ডেস্ক রিপোর্ট: দেশের শীর্ষস্থানীয় পেভমেন্ট টাইলস ও পরিবেশবান্ধব কংক্রিট ব্লক প্রস্তুতকারক গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (GBML) চট্টগ্রামের ভাটিয়ারিতে তাদের দ্বিতীয় উৎপাদন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
১৪ সেপ্টেম্বর রোববার নতুন এ কারখানা উদ্বোধনের মাধ্যমে GBML অর্জন করেছে একটি বড় মাইলফলক। এটি এখন চট্টগ্রামের সবচেয়ে বড় পেভমেন্ট টাইলস প্রস্তুতকারক এবং একমাত্র ফেয়ার-ফেস কংক্রিট ব্লক নির্মাতা প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তি-সজ্জিত এই কারখানায় প্রতি ঘণ্টায় ১ হাজার বর্গফুট প্রিমিয়াম মানের পেভমেন্ট টাইলস এবং প্রতিদিন ১৬ হাজার ফেয়ার-ফেস কংক্রিট ব্লক উৎপাদনের সক্ষমতা রয়েছে।
গ্রাসহপার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. মাহমুদুর রশিদ বলেন, ‘চট্টগ্রাম থেকে আমরা দীর্ঘদিন ধরে ব্যাপক চাহিদা পাচ্ছি। কিন্তু আমাদের সাভার কারখানা থেকে সরবরাহ করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং ছিল। তাই আমরা এই নতুন কারখানায় বিনিয়োগ করেছি, যাতে স্থানীয় বাজারকে আরও দক্ষতার সঙ্গে সেবা দিতে পারি।”
গ্রাসহপার গ্রুপের চেয়ারম্যান মো. তানজির ওমর ফারুক বলেন, ‘আমরা সরাসরি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখছি। আমাদের লক্ষ্য হলো প্রচলিত নির্মাণ সামগ্রীর পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণকে প্রতিষ্ঠা করা। পাশাপাশি আমাদের কারখানাগুলোতে পরিবেশবান্ধব কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি। যেমন বনায়ন কর্মসূচি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণ।‘
প্রতিষ্ঠানের পরিচালক ও গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান আর্কিটেক্ট ড. এম. মাসুদ উর রশিদ বলেন, ‘আমরা নিয়মিত নতুন ধারণা ও প্রযুক্তি নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এমন নির্মাণ সামগ্রী তৈরি করা, যা আরও হালকা, আরও মজবুত এবং নিখুঁত ফিনিশিংসহ টেকসই হয়।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available