অনলাইন ডেস্ক: বাংলাদেশে মোবাইল ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংকে আরও উৎসাহিত করতে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ফটোগ্রাফি-প্রেমীদের জন্য সৃজনশীল প্ল্যাটফর্ম, পেশাদার মেন্টরশিপ এবং হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।

এই অংশীদারিত্বের আওতায় অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ‘অ্যাকাডেমিক পার্টনার’ হিসেবে কাজ করবে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। যৌথভাবে তারা ‘এভরি শট টেলস এ স্টোরি’ শীর্ষক একটি দেশব্যাপী উদ্যোগ পরিচালনা করবে। এর মূল লক্ষ্য হলো মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে গল্প বলার দক্ষতা গড়ে তোলা এবং উন্নত স্মার্টফোন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন সাধারণ মুহূর্তগুলোকে আকর্ষণীয় ভিজ্যুয়াল গল্পে রূপান্তর করা।


উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল ফটোগ্রাফি বিষয়ক একাধিক কর্মশালা আয়োজন করা হবে। এসব কর্মশালায় মোবাইল ফটোগ্রাফির কৌশল, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, কম্পোজিশন, নৈতিক চর্চা এবং সৃজনশীল অভিব্যক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মশালাগুলো সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করা হবে, যাতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ও কমিউনিটির শিক্ষার্থী ও উদীয়মান ফটোগ্রাফাররা সহজেই অংশ নিতে পারেন।
এ বিষয়ে অপো বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, এই উদ্যোগ উদ্ভাবন, সৃজনশীলতা এবং তরুণদের ক্ষমতায়নের প্রতি অপোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
অন্যদিকে, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিনিধিরা সৃজনশীল শিক্ষার সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘ফটোগ্রাফি শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি গল্প বলা, নৈতিকতা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম।’
উল্লেখ্য, অপো রেনো১৫ সিরিজ ফাইভজি স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা উচ্চমানের ডিটেইল সেলফ-পোর্ট্রেট তুলতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেট সুবিধা, যা বিষয়বস্তুর গভীরতা ও ফোকাস আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available