• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:২৮:৩০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

মাভাপ্রবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আন্তর্জাতিক সম্মেলন শুরু

৬ মার্চ ২০২৪ সকাল ১০:৩৮:২৭

সংবাদ ছবি

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) "টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

৫ মার্চ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণা সেলের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি।

Ad
Ad

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

Ad

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ান বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান। মূল বিষয়ের উপর আলোচনা করেন মাভাবিপ্রবি'র প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও গবেষণা সেলের পরিচালক  প্রফেসর ড. মো. ওবায়দুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিশু শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শ্রেণি পর্যন্ত এ সরকারই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যুগোপযোগী সিলেবাস তৈরি করে দিয়েছে, যা টেকসই উন্নয়ন সাধনে তরুণদেরকে দক্ষ করে গড়ে তুলবে।

শিক্ষক ও শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণালব্দ বিষয় জনসাধারণের মাঝে কাজে লাগাতে হবে। আমরা যে যেখানে কাজ করছি সবাইকে সাধারণ মানুষের মন বুঝে কাজ করতে হবে।

দুই দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাদের গবেষণা পেপার উপস্থাপন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩


Follow Us