• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৩৪:০৮ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তেভাগা আন্দোলনের নেতা হাজী দানেশের ১২৬তম জন্মবার্ষিক

২৭ জুন ২০২৫ সকাল ১১:০৬:৫৬

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: কৃষক-শ্রমিকের ভাগ্যোন্নয়নে পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মদিন আজ। তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কৃষকের ভাগ্যের পরিবর্তনে, মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়নে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখে যাওয়া এক ত্যাগী মহান নেতা তিনি।

দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে ১৯০০ সালের ২৭ জুন এক মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। নিজ গ্রামে শৈশবে লেখাপড়ার হাতেখড়ি হওয়ার পর সেতাবগঞ্জ থেকে প্রবেশিকা, রাজশাহী কলেজ থেকে আই.এ এবং বি.এ পাস করেন। পরবর্তীতে ভারতের উত্তর প্রদেশে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ এবং আইনে বি.এল ডিগ্রি লাভ করেন। ঠাকুরগাঁও আদালতে প্রথম উকিল হিসেবে কর্মজীবন শুরু করেন। দিনাজপুর এস.এন কলেজের ইতিহাসের অধ্যাপক হিসেবে শিক্ষকতাও করেন। এক পর্যায়ে দিনাজপুর জেলা আদালতে আইন ব্যবসা শুরু করেন।

শুরু থেকে তিনি ব্রিটিশ গোলামির বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হন। ১৯৩০ সালে কমিউনিস্ট ভাবধারার রাজনীতিতে যুক্ত হয়ে ব্রিটিশবিরোধী আন্দোলন গড়ে তোলেন। জোতদার-জমিদারদের শোষণ, ইংরেজদের দুঃশাসন আর মহানন্দা নদীর করালগ্রাসে মানুষের অর্থনৈতিক জীবন দুর্বিষহের বিরুদ্ধে সংগ্রাম করে কৃষকের ভাগ্যবদলের চেষ্টা করেছিলেন। কৃষকের মহান নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

১৯৩৭ সালে কৃষক সমিতিতে যোগ দিয়ে কৃষকের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থাকেন। তাঁর নেতৃত্বে দিনাজপুর জেলায় টোল আদায় বন্ধ ও জমিদারি উচ্ছেদের দাবিতে কৃষক আন্দোলন জোরদার হয়।

তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে হাজী দানেশ ব্রিটিশ শাসকদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালে একাধিকবার গ্রেফতার করে কারাদণ্ড দেয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভারতের মাটিতে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে পুরো সময় কাজ করেন।

কৃষক ও স্বাধিকার আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৩ সালে দৈনিক তিস্তা পদকে ভূষিত হয়েছিলেন। ১৯৮৮ সালে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ প্রতিষ্ঠা হয়। ২০০১ সালে তা বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়ে ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে প্রতিষ্ঠিত হয়। তাঁর নামে বোচাগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে শিক্ষা ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানও রয়েছে।

বরেণ্য কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ ১৯৮৬ সালের ২৮ জুন পরলোকগমন করেন। পরে দিনাজপুরের বড়মাঠে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩