• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৩৭:২৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ৩ আগস্ট থেকে আবেদন শুরু

২৯ জুলাই ২০২৫ দুপুর ১২:০৮:২৭

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি) এর (২০২৪-২৫) শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট দুই শিফটে অনুষ্ঠিত হবে।

Ad
Ad

গতকাল ২৭ জুলাই সোমবার অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রত্যাহার করলে টাকা ফেরত দেওয়া হবে।

Ad

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ আগস্ট বিকাল ৩টা থেকে ৪টা, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ আগস্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ আগস্ট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ইউনিটে ভর্তির জন্য ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে। আগামী ১৭ আগস্ট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু এবং ২০ আগস্ট থেকে আসন বিন্যাস প্রকাশ করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, রাজধানীর সরকারি সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১