জবি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বীর শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে স্পোর্টস টুর্নামেন্ট ও ঐক্য সফরের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্রাদারহুড। জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
শহীদ সাজিদের আত্মত্যাগ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অমূল্য অবদানকে চিরস্মরণীয় করে রাখতে “ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি” স্লোগানে অনুষ্ঠিত হয় শহীদ সাজিদ টুর্নামেন্ট ও ঐক্য সফর-২০২৫।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম, সাবেক যুগ্ম সম্পাদক জাফর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ইমরান মোল্লা এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজসহ প্রায় ৩৫০ জন নেতাকর্মী।
অনুষ্ঠানে উদ্যোক্তা মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘শহীদ ইকরামুল হক সাজিদ আমাদের গর্ব, আমাদের সাহস এবং দৃঢ়তার প্রতীক। তাঁর আত্মত্যাগ ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। তাঁর স্মৃতিই আমাদের পথপ্রদর্শক ও সংগ্রামের অনুপ্রেরণা।’
তিনি আরও বলেন, ‘শহীদ সাজিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। তিনি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবন দিয়েছেন, যেন একটি বৈষম্যহীন, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে পুরুষ শিক্ষার্থীদের জন্য ফুটবল টুর্নামেন্ট, নারী শিক্ষার্থীদের জন্য চেয়ার সিটিং এবং উপস্থিত সবার জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শেষে গণতান্ত্রিক রাষ্ট্র ও বৈষম্যহীন, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষার্থীদের মতামত এবং অতিথিদের দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available