বেরোবি প্রতিনিধি: বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক ও এক শিক্ষার্থী।
২০ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বখ্যাত চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে পরিচালিত জরিপে এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় স্থান পাওয়া বেরোবির শিক্ষক ও শিক্ষার্থীরা হলেন ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, অধ্যাপক। ড. মো. ফেরদৌস রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, সহযোগী অধ্যাপক। অভিজিৎ ঘোষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
ড. তৌফিকুল ইসলামের অর্জন, গবেষণা ক্ষেত্র: পরিবেশ বিজ্ঞান, উপশাখা: আবহাওয়া ও বায়ুমণ্ডল বিজ্ঞান, আন্তর্জাতিক র্যাঙ্ক (উপশাখা): ২৮২, এইচ-ইন্ডেক্স (H-index): ২৮, এইচএম-ইন্ডেক্স (Hm-index): ১২, বিশেষ অর্জন: টানা চতুর্থবার বিশ্বসেরা গবেষকের তালিকায় অন্তর্ভুক্ত।
ড. ফেরদৌস রহমানের অর্জন, গবেষণা ক্ষেত্র: পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান, উপশাখা: প্রয়োগিক পদার্থবিদ্যা, আন্তর্জাতিক র্যাঙ্ক (উপশাখা): ৫৯৫, এইচ-ইন্ডেক্স: ৩০, এইচএম-ইন্ডেক্স: ৮ , বিশেষ অর্জন: পরপর দুই বছর (২০২৪ ও ২০২৫) তালিকায় অন্তর্ভুক্ত, অতিরিক্ত তথ্য: গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বও সফলভাবে পালন করছেন।
অভিজিৎ ঘোষের গবেষণা ক্ষেত্র: পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান, উপশাখা: প্রয়োগিক পদার্থবিদ্যা। গবেষণায় নবাগত হলেও আন্তর্জাতিক তালিকায় জায়গা করে নিয়েছেন।
ড. তৌফিকুল ইসলাম বলেন, তরুণদের বলব, কঠোর পরিশ্রম করো, সাফল্য আসবে। গবেষণাকে আবেগ হিসেবে নাও, সফলতা তোমাকে খুঁজে পাবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, জল সম্পদ ও ভূগর্ভস্থ জলের গবেষণায় আমি শীর্ষ অবস্থানে আছি।
বেরোবি থেকে প্রায় ৫০-৬০ জন শিক্ষক-গবেষক আন্তর্জাতিক তালিকায় যুক্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অর্জনকে গর্বের সঙ্গে স্বীকৃতি দিয়েছে। আশা করা হচ্ছে, তাদের গবেষণা বেরোবি ও বাংলাদেশের আন্তর্জাতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available