• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:১২:৫৪ (13-Nov-2025)
  • - ৩৩° সে:

গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর সেই উজ্জ্বল চৌধুরীর বদলি

১৩ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫৮:৪১

সংবাদ ছবি

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ভাতিজা মাহামুদুর রহমান চৌধুরী ওরফে উজ্জ্বল চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তর জনপ্রশাসন শাখা থেকে বদলি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে বদলি করে শহীদ তিতুমীর হলে স্থানান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Ad

১১ নভেম্বর মঙ্গলবার রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

এর আগে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার এই ভাতিজা কর্মচারী নেতা থাকাকালীন তার বোন জামাই হোসাইন চৌধুরীকে ভুয়া তথ্য প্রদান ও কাগজপত্র দিয়ে চাকরি নেন এই বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া কয়েক লক্ষাধিক টাকার অডিট আপত্তিসহ নানা অভিযোগে সমালোচিত এই কর্মকর্তার আপগ্রেডেশন নিয়েও আছে প্রশ্ন।

অভিযোগ আছে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ক্ষমতাবলে সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার পদে আপগ্রেডেশন নেন তিনি। সম্প্রতি সরকারি এক অডিটে ধরা পড়ে এ তথ্য। ফলে প্রায় ৩ লাখ টাকার অডিট আপত্তি দেখায় অডিট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, উজ্জ্বল চৌধুরীর অবৈধভাবে আপগ্রেডেশন এবং ভুয়া ও জাল কাগজপত্র দাখিল করে বোন জামাইকে চাকরি দেওয়ার বিষয়ে গোবিপ্রবি প্রেসক্লাবের মাধ্যমে বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বদলগাছীতে পানিফল চাষে সফল শফিকুল
১৩ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:০৬






Follow Us