ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থান বিরোধী ভূমিকায় থাকা অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তি নির্ধারণ, পর্যালোচনা ও পুনঃঅভিযোগ গ্রহণের লক্ষ্যে নতুন রিভিউ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২৩ নভেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। গত ১৯ নভেম্বর প্রশাসনের এক অফিস আদেশে গঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।


অফিস আদেশে জানা যায়, গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৭১তম সাধারণ সভার ১২৩নং সিদ্ধান্ত মোতাবেক জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব সময়কালীন ইবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্য হতে বিপ্লব বিরোধী ভূমিকায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগের ধরণ পর্যালোচনা, শান্তির মাত্রা ও পরিমাণ নির্ধারণ এবং নতুন অভিযোগ গ্রহণ বিষয়ে উপাচার্য রিভিউ কমিটি গঠন করেছেন।
কমিটির আহ্বায়ক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। কমিটির অন্য সদস্যরা হলেন, ইবির আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জাকির হুসাইন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে কমিটি গঠন করেছি। এর মধ্যে কেউ পদত্যাগ করলে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। তবে প্রকৃত দোষীদের ছাড় হবে না।’
এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে গত ১৫ মার্চ পাঁচ সদস্যের কমিটি করে প্রশাসন। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাঝে ১০ শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available