নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ স্লোগানে অনুষ্ঠিত হলো শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি।

৬ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বাংলা বাজার এবং পুনরায় ক্যাম্পাসে ফিরে কর্মসূচিটি শেষ হয়।


আয়োজকদের মতে, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেয় ৮২০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬০ জন ছিলেন নারী শিক্ষার্থী। প্রায় ৩ কিলোমিটার পথব্যাপী এই ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহেদুল হক। কর্মসূচিতে মোট ৩০ জনকে পদক প্রদান করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, ‘নতুন হওয়ায় সকালের ক্যাম্পাস কখনো দেখিনি। আজকের এই আয়োজনের মাধ্যমে একই পোশাকে সবার সঙ্গে দৌড়াতে ভালো লেগেছে। আপুদের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে মেডেল পেয়েছি, এটার অনুভূতি আরও বিশেষ।’
প্রথম হওয়া জাহেদুল হক বলেন, ‘রান ফর ইউনিটি উইথ শিবির সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। তাই অংশ নিতে ভালো লেগেছে। পরিচিত মুখগুলোকে পাশে পেয়ে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ, এতে প্রথম হতে পেরেছি।’
নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠার পর থেকে ছাত্রসমাজের কল্যাণে কাজ করছি। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করি। আজকের কর্মসূচিও তারই অংশ।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available