• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১১:২৩:২৯ (23-Nov-2025)
  • - ৩৩° সে:

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ করল বাকৃবি শিক্ষার্থীরা

২৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৫:১৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

Ad

২৩ নভেম্বর রোববার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর বেলা ১১টায় রেল অবরোধের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস আটকে দেন। এর ফলে ঢাকা থেকে ময়মনসিংহগামী রেল চলাচল বন্ধ রয়েছে।

Ad
Ad

এসময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সময় চাই, সময়-যৌক্তিক সময় চাই’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের যে সব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এই বছর শুধু মাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের কোনো অযৌক্তিক দাবি নয়। পিএসসিকে এটি মানতেই হবে। যে পর্যন্ত পিএসসি এই সময় পরিবর্তন না করছে, সেই পর্যন্ত অবরোধ চলবে।

আরেক শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চলমান রাখে, তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।

‌ট্রেন যাত্রী আব্দুল কা‌দির বির‌ক্তি প্রকাশ ক‌রে ব‌লেন, শিক্ষার্থী‌দের দা‌বি যৌ‌ক্তিক। ত‌বে জনদু‌র্ভোগ যা‌তে না হয় সেই দি‌কেও তা‌দের নজর দি‌তে হ‌বে। তা‌দের যা দা‌বি দাওয়া আ‌ছে তা প্রশাস‌নের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আ‌লোচনা ক‌রে সমাধান কর‌তে হ‌বে। প্রায় দুই ঘণ্টা যাবৎ ট্রেনে আট‌কে আ‌ছি। যা প্রচণ্ড বির‌ক্তিকর।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। শিক্ষার্থীদের আন্দোলনে রেলপথ অবরোধ থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা চলমান রয়েছে। আশা করছি আলোচনা শেষে খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
হাসপাতালে বেগম খালেদা জিয়া
২৩ নভেম্বর ২০২৫ রাত ০৯:০২:৫৪




সংবাদ ছবি
চাঁদের আলো নির্মাতা শেখ নজরুল ইলামের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:২১


সংবাদ ছবি
ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস
২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৪৩

সংবাদ ছবি
শিবচরে কামাল জামান মোল্লার নির্বাচনী শোডাউন
২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:১২




Follow Us