• ঢাকা
  • |
  • রবিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০১:০৬:৪৭ (07-Dec-2025)
  • - ৩৩° সে:

নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : সাকি

৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৩২:৫৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা তৈরির চেষ্টা চলছে। আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা জরুরি, আর এই পরিবেশ কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচনী পরিবেশ তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ। এ বিষয়টি নির্বাচন কমিশন ও সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচন-পরিবেশ কমিটি গঠন করা উচিত।

Ad

৬ ডিসেম্বর শনিবার বিকেলে টাঙ্গাইল শহরে শ্রমিক-কৃষক, খেটে খাওয়া ও নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যার দাবিতে অনুষ্ঠিত মাথাল মার্কার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের সঙ্গে সংস্কার প্রক্রিয়া অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন প্রয়োজন। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার, এর কোনো বিকল্প বাংলাদেশে নেই।

তিনি আরও বলেন, এই নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। কিন্তু আবারও নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। পতিত ফ্যাসিস্ট চক্র এমনটি করছে। বিভিন্ন গোষ্ঠী তাদের দলের স্বার্থে নানা উপায়ে নির্বাচন প্রক্রিয়ার ক্ষতি করার চেষ্টা করছে। শহরের পৌরউদ্যান থেকে মাথাল মার্কার মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
গাজীপুরে আড়ং ডেইরির সেলস সেন্টার উদ্বোধন
৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৪৭





Follow Us