নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে যে দলীয় জীবনে খালেদা জিয়ার অবদান ও স্মৃতি এখনও মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা–আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। তিনি বলেন,
"বেগম খালেদা জিয়ার অনবদ্য রাজনৈতিক জীবন, গণমুখী কর্মকাণ্ড এবং সাহসী নেতৃত্ব বাংলাদেশকে পুনর্গঠনের পথে নতুন প্রেরণা জোগাবে। তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য কণ্ঠস্বর—এবং তাঁর দেশপ্রেম ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।


দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারিজ মেম্বার। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, যিনি খালেদা জিয়ার দেশপ্রেম ও মানবিকতার মাত্রা স্মরণ করেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন এডভোকেট ফখর উদ্দিন আহমদ খান পিপি, সভাপতি, কসবা উপজেলা বিএনপি।
তিনি বলেন,"খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি ছিলেন স্বৈরাচারবিরোধী সংগ্রামের সাহসী মুখ।"
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।
তিনি বলেন, "নেত্রী খালেদা জিয়ার আদর্শে সংগঠনকে পুনরুজ্জীবিত করাই আজ আমাদের অঙ্গীকার।"
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমতারা সুলতানা, যিনি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে কসবা উপজেলা ও কসবা পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম ভূইয়া, আইয়ুম খান, মো. কামাল উদ্দীন, বশির চৌধুরী, আব্দুল আউয়াল, সুমন চৌধুরী, মনির মেম্বার, মোখলেসুর রহমান, সেলিম অপু এবং অন্যরা।
যোগ দেন যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ—মহসিন, মোস্তফা, রিমন সোহাগ, সাইফুল ইসলাম, মো. জুয়েল, সিরাজুল হক ইমু, শিমুল মিয়া, এনামুল হক আপেল, রিপন পাঠান, সহিদুল খাঁ, আব্দুল আল মানুন, সাদ্দাম খন্দকার, জুয়েল আহম্মেদসহ অনেকেই।
অনুষ্ঠানের শেষ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
বিনাউটি ইউনিয়নের এই দোয়া মাহফিল শুধু স্মরণানুষ্ঠান নয়—এটি ছিল বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা, বিএনপির সাংগঠনিক ঐক্যের প্রদর্শন এবং আগামীর আন্দোলনকে শক্তিশালী করার অঙ্গীকারের এক মর্মস্পর্শী বহিঃপ্রকাশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available