• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১২:১২:১৪ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে খুন

১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০২:৪০

সংবাদ ছবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। নিহত রাকিব মাদবর একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন।

১৪ সেপ্টেম্বর রোববার রাত ৯টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে তাকে কোপানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রাকিব শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে রাকিব মাদবর দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন থেকে চারজনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাজারে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ১০টার দিকে পথেই তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত রাকিব মাদবর একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন। এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। গত ৬ মে চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সঙ্গে রাকিব মাদবরদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই হত্যাকাণ্ডের জেরেই রাকিবকে খুন করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রাকিব কয়েক মাস আগের ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭