নড়াইল প্রতিনিধি: নড়াইলের রূপগঞ্জ বাজারের লক্ষ্মীভান্ডারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইলসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।
১৭ সেপ্টেম্বর বুধবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সাথে যোগ দেন।
আটক ব্যক্তিরা হলেন- লক্ষ্মী ভান্ডারী সেলসম্যান নড়াইল সদরের মুশুড়িয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু(৩৬) ও বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস(২১)।
জানা যায়, মুদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্র কেনাবেচা করে আসছিলেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মী ভান্ডারের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। তার সাথে নড়াইল ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক চক্রের আঁতাত রয়েছে।
সেনাবাহিনীর অভিযানের খবরে লক্ষ্মী ভান্ডারের মালিক পলাশ কুন্ডু পালিয়ে যান। কিন্তু হাতে নাতে আটক হয় পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস নামে দোকানের ২ কর্মচারী। এসময় মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র, ৩টি হকিস্টিক জব্দ করে সেনাবাহিনী। পরে জব্দ কৃত মালামালসহ আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available