• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:৩৭:১০ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, থানায় মামলা

৩০ অক্টোবর ২০২৫ সকাল ১১:২৯:২২

সংবাদ ছবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীর সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Ad

জানা যায়, ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে মনতলা ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বপালনকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মজিবুর রহমান সংবাদ পান, চৌমুহনী ইউনিয়নের বরুড়া সাকিনস্থ রাবার ড্যাম এলাকার দক্ষিণ পাশে ১নং সরকারি খাস খতিয়ানের ইজারাবিহীন অংশ থেকে কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করছে।

Ad
Ad

সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান ১৫/২০ জন লোক নদী থেকে অবৈধভাবে বালু তুলছে। কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সোহেল মিয়া (৪৮), মো. শুভ মিয়া (২৫), মো. মাজহারুল ইসলাম (২৫), মো. শাকিল মিয়া (৩৩) ও মো. রনি মিয়া (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লিখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সরকারি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মজিবুর রহমান মনতলা ইউনিয়ন ভূমি অফিসের পক্ষে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাধবপুর থানায় এজাহার দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিয়মিতভাবে সরকারি ১নং খাস খতিয়ানের সোনাই নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন বদ্ধপরিকর। ইতোমধ্যে অভিযানের মাধ্যমে বেশ কয়েকটি স্থানে এ ধরনের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ঝিনাইদহে মহিলা দলের মতবিনিময় সভা
৩০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৫:৪৭

সংবাদ ছবি
কুমিল্লার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
৩০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৯:০১

সংবাদ ছবি
আজকের পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
৩০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৭:৪৩

সংবাদ ছবি
নড়াইলে ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল
৩০ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫২:৫০


Follow Us