• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:০১:৪৮ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে হত্যা মামলায় জমর কান্তি চাকমার যাবজ্জীবন সাজা

৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪৩:২৮

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যা মামলায় অভিযুক্ত মূল আসামি জমর কান্তি চাকমাকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এর আদালত ৫ নভেম্বর বুধবার দুপুরে এই রায় দেন।

Ad

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন।

Ad
Ad

রাঙামাটি জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বিগত ২০২০ সালের ২৮ শে ফেব্রুয়ারী বিকেলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন সাক্রাছড়ি গ্রামের ধুপশীল তিনকুনিয়া ফরেষ্ট অফিস এলাকায় স্থানীয় বাসিন্দা চিগোন কালা চাকমার সন্তান জমর কান্তি চাকমা ওরফে মেরাইয়া নামের এক যুবক সামান্য কথা কাটাকাটির জের ধরে ৮৬ বছর বয়সী বৃদ্ধ আব্দুর শুক্কুরকে গলাটিপে হত্যা করে। এই ঘটনার পরের দিন ২৯ ফেব্রুয়ারি জমর কান্তি চাকমাকে আসামি করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

উক্ত মামলায় মেডিকেল রিপোর্টসহ সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ প্রায় ৫ বছর পর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে দন্ড বিধি ৩০২ ধারায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। 

এর আগে এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম কর্তৃক প্রদত্ত চার্জশিটে উল্লেখ করেন, অত্র মামলার সার্বিক তদন্তে সাক্ষীদের জবানবন্দী সাক্ষ্য-প্রমাণ ও ফরেনসিক মেডিকেল এর ডাক্তার কর্তৃক প্রদত্ত ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনায় ঘটনার পারিপার্শ্বিকতায় ও সার্বিক তদন্তে, অত্র মামলার এজাহারনামীয় আসামী জমর কান্তি চাকমা কর্তৃক ঘটনার বর্ণিত তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিতভাবে ইচ্ছাকৃত ভিকটিম মৃত আব্দুর শুক্কুরকে শ্বাস রোধ করে হত্যা করে। যা পরবর্তীতে আসামি ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকার করেছেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
জামিন পেলেন লতিফ সিদ্দিকী
৬ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১০:০৪










Follow Us