• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩২ রাত ০৯:১২:৪৯ (10-Nov-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

১০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৫৩

সংবাদ ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চারদিন পর কচুরিপানার নিচ থেকে চার বছর বয়সি আনাস খান (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১০ নভেম্বর সোমবার দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের বাঙ্গালপাড়া বিলের কচুরিপানার নিচ থেকে আনাসের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনাস উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের সৌদি আরবপ্রবাসী আল আমিনের ছেলে এবং স্থানীয় চিনাশুখানিয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

Ad
Ad

এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারী ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণের পর গলাটিপে হত্যা করা হয়। গ্রেফতাররা হলেন, একই গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী হাসিনা আক্তার (২৮)।

পুলিশ জানায়, গত ৭ নভেম্বর শুক্রবার সকালে আনাস খেলনা সাইকেল নিয়ে বাড়ির পাশের নজরুলের বাড়িতে খেলতে যায়। সকাল ৯টার পরও বাড়ি না ফেরায় পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে আনাসের সাইকেলটি প্রতিবেশী সাজুর বাড়িতে পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে নজরুলের স্ত্রী হাসিনা জানান, সাইকেলটি তিনি রেখে দিয়েছেন। তবে এরপর থেকেই তারা গা-ঢাকা দেন। শিশুটিকে না পেয়ে তার পরিবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

নিহতের চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ভাইকে তারা নির্দয়ভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। চোখ উপড়ে ফেলেছে। ওদের বিচার চাই।’

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসমত আলী জানান, নিখোঁজের পর থেকেই পুলিশ অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে বাঙ্গালপাড়া বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘নিখোঁজের ঘটনায় আগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরবর্তীতে তদন্তে জানা যায়, নজরুল ও তার স্ত্রী শিশুটিকে অপহরণের পর বাসায় নিয়ে হত্যা করে। প্রথমে মরদেহটি সেপটিক ট্যাংকিতে দুই দিন লুকিয়ে রাখে। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পাশের বিলে কচুরিপানার নিচে ফেলে দেয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলেই মিলবে পুরস্কার
১০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:১৬



সংবাদ ছবি
ভারতের সবাই ‘হিন্দু’: আরএসএস প্রধান
১০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৯:৫০


Follow Us