• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ সকাল ০৯:১৩:৩২ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪৫:৫৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

Ad

নিহত এমদাদুল হক মিলন খুলনাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সময় ডট কম-এর সাংবাদিক ছিলেন। পাশাপাশি তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি শলুয়া মন্দির সড়কে। তিনি বজলুর রহমান শেখের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শলুয়া বাজারের একটি চায়ের দোকানে এমদাদুল হক মিলনসহ কয়েকজন বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে এমদাদুল হক মিলন ও দেবাশীষ বিশ্বাস গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিলন মারা যান। গুরুতর আহত দেবাশীষ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান জানান, ‘শলুয়া বাজার এলাকায় গুলিতে দুইজন আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন আছেন।’

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, ‘শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে মামলা করল চীন
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৫৪:১৫





সংবাদ ছবি
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:২১:২৬



Follow Us