ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা আজ ২০ ডিসেম্বর শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

১৯ ডিসেম্বর শুক্রবার রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা উপলক্ষে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নগরবাসীকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প সড়কগুলো—
১. মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেটে যাবে।
২. ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন খেজুর বাগান-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে চলবে।
৩. ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট হয়ে গণভবন ক্রসিংয়ে ইউটার্ন নিয়ে লেকরোড-বিজয় সরণি হয়ে ফার্মগেটে যাবে।
৪. আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং হয়ে চলবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান-উড়োজাহাজ ক্রসিং-লেকরোড হয়ে আসাদগেট দিয়ে যাবে।
৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন হয়ে আসাদগেট দিয়ে চলাচল করবে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে জানাজার সময় ফার্মগেট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে জানাজায় আগতদের ব্যাগ বা ভারি সামগ্রী বহন না করার অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ দেশে পৌঁছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available