নিজস্ব প্রতিবেদক: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। এ কাজে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও অংশ নিচ্ছেন।

আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।


আমিনুল হক জানান, দিনব্যাপী এয়ারপোর্ট এলাকা থেকে কাঞ্চন ব্রিজ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে কিছু গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে।
তিনি এ উদ্যোগে অংশ নেওয়া সব নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ জানান।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available