• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:২০ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

২৯ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫০:০২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: চলতি নভেম্বরের প্রথম ২৯ দিনে দেশে ২৬৮ কোটি ১১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার কোটি টাকার বেশি। ৩০ নভেম্বর রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Ad

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬৮ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ডলার। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ২৭ কোটি ৯৫ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

Ad
Ad

এছাড়াও নভেম্বরের প্রথম ২৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮৭ কোটি ৯০ লাখ ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৫ লাখ ডলার।

এর আগে বিদায়ী অক্টোবরজুড়ে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

সবমিলিয়ে চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে ১০১ কোটি ৪৯ লাখ ডলার বা ১০ দশমিক ১৫ বিলিয়ন বৈদেশিক অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
চলতি ডিসেম্বরে মিলবে টানা তিনদিনের ছুটি!
১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩২






Follow Us