• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:১৬ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৬:৫২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষ ১ ডিসেম্বর তাদের গৌরবোজ্জ্বল ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ১৯৫০ সালের ১ ডিসেম্বর চালনা পোর্ট নামে এ বন্দরটি যাত্রা শুরু করে, যা পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে।

Ad

৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব উপলক্ষে বন্দরে ছিল উৎসবের আমেজ। উচ্ছ্বাসপূর্ণ লগ্ন বিবেচনায় রাত ১২টা ০১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী সকল জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। বন্দরের সদর দপ্তর হতে জেটি ফটক পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

Ad
Ad

বন্দরের জেটির অভ্যন্তরে ৭৫তম বন্দর প্লাটিনাম জয়ন্তী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলামসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীগণ।

বিগত ২০২৪-২৫ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং এর লক্ষ্যমাত্রা ছিল ৮৮ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন। অর্থবছর শেষে বন্দর ১ কোটি ৪ লক্ষ ১২ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লক্ষ ৩২ হাজার মেট্রিক টন, অর্থাৎ ১৭.২৫ শতাংশ বেশি কার্গো হ্যান্ডলিং করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ বন্দরটি দেশের চলমান অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। এটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি খাদ্যশস্য, সিমেন্ট ক্লিংকার, সার, মোটর গাড়ী, এলপিজি গ্যাস, কয়লা আমদানি এবং হিমায়িত খাদ্য, চিংড়ি, পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখছে।

বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান জানান, ‘সমুদ্রগামী জাহাজ সুষ্ঠু ও দক্ষতার সাথে হ্যান্ডেল করার জন্য নিরাপদ চ্যানেল নির্মাণ, বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন সহ বেশ কিছু আধুনিক ও বিশ্বমানের প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এছাড়াও বন্দরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
চলতি ডিসেম্বরে মিলবে টানা তিনদিনের ছুটি!
১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩২






Follow Us