স্টাফ রিপোর্টার: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষ ১ ডিসেম্বর তাদের গৌরবোজ্জ্বল ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ১৯৫০ সালের ১ ডিসেম্বর চালনা পোর্ট নামে এ বন্দরটি যাত্রা শুরু করে, যা পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে।

৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব উপলক্ষে বন্দরে ছিল উৎসবের আমেজ। উচ্ছ্বাসপূর্ণ লগ্ন বিবেচনায় রাত ১২টা ০১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী সকল জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। বন্দরের সদর দপ্তর হতে জেটি ফটক পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।


বন্দরের জেটির অভ্যন্তরে ৭৫তম বন্দর প্লাটিনাম জয়ন্তী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলামসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীগণ।
বিগত ২০২৪-২৫ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং এর লক্ষ্যমাত্রা ছিল ৮৮ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন। অর্থবছর শেষে বন্দর ১ কোটি ৪ লক্ষ ১২ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লক্ষ ৩২ হাজার মেট্রিক টন, অর্থাৎ ১৭.২৫ শতাংশ বেশি কার্গো হ্যান্ডলিং করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ বন্দরটি দেশের চলমান অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। এটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি খাদ্যশস্য, সিমেন্ট ক্লিংকার, সার, মোটর গাড়ী, এলপিজি গ্যাস, কয়লা আমদানি এবং হিমায়িত খাদ্য, চিংড়ি, পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখছে।
বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান জানান, ‘সমুদ্রগামী জাহাজ সুষ্ঠু ও দক্ষতার সাথে হ্যান্ডেল করার জন্য নিরাপদ চ্যানেল নির্মাণ, বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন সহ বেশ কিছু আধুনিক ও বিশ্বমানের প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এছাড়াও বন্দরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available