• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৪:২৭ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

ক্যাঙ্গারু লাফে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় সোনার দাম, এখন ভরি কত?

২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১০:৪৭

ক্যাঙ্গারু লাফে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় সোনার দাম, এখন ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার ক্যাঙ্গারুর মতো বড় লাফ দেখা গেছে সোনার দামে। সবশেষ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগের দিনও ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়েছিল ২২ ক্যারেটের সোনার দাম।

Ad

পরপর দুই বড় লাফের পর দেশের বাজারে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন এ দাম।

Ad
Ad

২১ জানুয়ারি বুধবার বাজুসের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা এখন ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ ২০ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়। এই দাম শুধুমাত্র গত ২১ জানুয়ারি কার্যকর ছিল।

সব মিলিয়ে চলতি বছরে প্রথম ২২ দিনেই দেশের বাজারে ১০ বারের মতো সমন্বয় করা হলো সোনার দাম। এর মধ্যে ৮ দফাই বাড়ানো হয়েছে দাম; আর কমানো হয়েছে ২ দফা। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল সোনার দাম; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে সোনার দামের সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এবার নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫ দফা; কমানো হয়েছে বাকি ২ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। এর মধ্যে দাম বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us