• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৭:৩৩ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত হবে গ্লোবাল এসএমই সামিটের প্রি-ডাভোস এডিশন

২২ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১৪:৪৪

এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত হবে গ্লোবাল এসএমই সামিটের প্রি-ডাভোস এডিশন

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল এসএমই বিজনেস হোম (জিএসবি এইচ) সুইজারল্যান্ডের উদ্যোগে আগামী ২৯–৩০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল এসএমই সামিট ডাভোস ২০২৬’-এর পাকিস্তান প্রি-ডাভোস এডিশন।

Ad

এই প্রি-ডাভোস উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন গ্লোবাল এসএমই সামিট ডাভোস ২০২৬-এ পাকিস্তানের শক্তিশালী ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের এসএমই খাতকে আরও দৃশ্যমান করা এবং বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Ad
Ad

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত গ্লোবাল এসএমই সামিটে ৫০টিরও বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণে ব্যাপক আন্তর্জাতিক সাফল্য অর্জিত হয়। ওই সম্মেলনে পাকিস্তানের ২৫ সদস্যের প্রতিনিধিদল উল্লেখযোগ্য স্বীকৃতি লাভ করে। বিশেষ করে ফরোয়ার্ড স্পোর্টস পিএলসি-এর সিইও খাজা মাসুদ আখতারের প্রভাবশালী প্রতিনিধিত্ব আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়। এই অংশগ্রহণ পাকিস্তানের জন্য ১০০টিরও বেশি বৈশ্বিক বাজারে প্রবেশের সক্ষমতা তুলে ধরে।

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য প্রি-ডাভোস ২০২৬ ইভেন্টে দুটি কৌশলগত বিষয়কে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে— সবুজ লজিস্টিকস ও টেকসই উৎপাদন, এবং পাকিস্তানি পণ্য ও সেবাকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে ফ্র্যাঞ্চাইজিং।

গ্লোবাল এসএমই বিজনেস হোমের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আনিস খান বলেন, 'এই উদ্যোগ কেবল একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নয়; বরং এটি পাকিস্তানের বৈশ্বিক উপস্থিতি জোরদার, রপ্তানি বৃদ্ধি, আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং দেশীয় পণ্য ও সেবাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করার একটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবে কাজ করবে।'

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সি পাওয়ার সৌদি আরব-এর ব্যবস্থাপনা পরিচালক খালিদ আলী বাহাকিম। এছাড়া বক্তা হিসেবে অংশ নেবেন গ্লোবাল এসএমই বিজনেস হোম সুইজারল্যান্ডের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আনিস খান, মোর দ্যান ডিজিটাল-এর প্রতিষ্ঠাতা ও সিইও বেনজামিন ট্যালিন, গ্লোবাল এসএমই বিজনেস হোমের ভাইস প্রেসিডেন্ট রোমান সোমেরাউ, গ্লোবাল চেম্বার অন আফ্রিকান ট্রেডের গ্লোবাল প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ইমানুয়েল আমারা ভান্ডি ফোম্বা।

আরও বক্তব্য রাখবেন, গ্লোবাল এসএমই বিজনেস হোমের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ক্রিস্টোফ টি. স্প্রিং, গ্রেটার ক্যাস্পিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও আইসিসি তাজিকিস্তানের চেয়ারম্যান মুরাত সেইতনেপেসভ, আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি বিশেষজ্ঞ ড. এডিথ বি. স্টেইনার, এবং সি পাওয়ার ফর মেরিন সার্ভিসেস (কেএসএ)-এর কমার্শিয়াল ম্যানেজার মুহাম্মদ এহসান উদ্দিন আনসারি।

সংশ্লিষ্টরা জানান, এই সম্মেলনের মাধ্যমে পাকিস্তানের এসএমই খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us