• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৩৫:০২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

সায়ীদ আবদুল মালিক ও ইভার ‘চোখ পড়িলে চোখে’ আজ আসছে জি সিরিজে

৩১ জুলাই ২০২৫ সকাল ১০:৫৭:৫৭

সংবাদ ছবি

বিনোদন প্রতিবেদক: চোখের ভাষা একেক সময় একেক রকম হয়ে থাকে। চোখের চাহনিতে কখনো আবেগ, ভালোবাসা আবার কখনো অভিমানের না বলা কথাগুলো ফুটে উঠে। না বলা কথাগুলো অনেক সময় চোখে চোখে বলে দেয় প্রেমিকযুগল।

আর চোখে চোখ পড়ার অমর প্রেমের শাশ্বতবাণী নিয়ে সায়ীদ আবদুল মালিক রচনা করেছেন ‘চোখ পড়িলে চোখে’ শিরোনামের গান। কাব্যিক কথার এই গানটি গেয়েছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা।  অভি আকাশের সুরে গানটির সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।

Ad
Ad

আজ ৩১ জুলাই বৃহস্পতিবার ইউটিউব চ্যানেল জি সিরিজ থেকে গানটি অবমুক্ত হচ্ছে। 

Ad

নিটোল প্রেমের অনন্য কথা, সুরের ভিন্নতা ও শিল্পীর যাদুকরী কণ্ঠের ছোঁয়ায় গানটি শ্রোতাপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের কর্ণধার খালিদ মাহমুদ। 
তিনি বলেন, একটি গান শ্রোতাপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে গীতিকার, সুরকার ও শিল্পী তিনজনেরই কৃতিত্ব থাকে। এটি একটি সম্মিলিত প্রচেষ্টার উদ্যোগ। এই গানটি তৈরিতে গীতিকার, সুরকার ও শিল্পী নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।  গানটি সবশ্রেণীর শ্রোতাদের কাছে সমাদৃত হবে বলেই আমি আশা করছি।

গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, একটা গান থেকে অন্য গান আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। শ্রোতাদের পছন্দের বিষয় মাথায় রেখেই গানের কথা সাজাই। এই গানটি লেখার ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। অভি আকাশ হৃদয় ছুঁয়ে যাওয়া সুর করেছে আর ইভাও অসাধারণ গেয়েছেন। সবকিছু মিলিয়ে ‘চোখ পড়িলে চোখে’ গানটি শ্রোতাদের হৃদয়ে ভিন্ন একটা জায়গা তৈরি করে নিতে সক্ষম হবে এবং শিল্পী ইভার ক্যারিয়ারও সফলতার পথে আরো এগিয়ে যেতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।

শিল্পী ইভা বলেন, শ্রোতাদের ভালোলাগার বিষয় মাথায় রেখে গানটি গেয়েছি। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। এমন একটি সুন্দর গান লেখার জন্য গীতিকার সায়ীদ আবদুল মালিক ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই গানটি আমার ক্যারিয়ারকে সফলতার পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।

উল্লেখ্য, এর আগেই তাসনুভা তিশা ও আরশ খান অভিনীত ‘ষোলআনা প্রেম’ নাটকে গানটি ব্যবহৃত হয়েছে।  আর নাটকটিও দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫




Follow Us