• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪১:৫৫ (28-Nov-2025)
  • - ৩৩° সে:

বেড়াতে গিয়ে প্রবাসীকে বিয়ে তনুশ্রীর, মুখ খুললেন প্রাক্তন

২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৩

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বেড়াতে গিয়েছিলেন ওপার বাংলার নায়িকা তনুশ্রী চক্রবর্তী। কিন্তু এই সফরই তার পাঁচ মাসের প্রেমের সম্পর্ককে আজীবনের বন্ধনে পরিণত করলো। নায়িকাকে পেয়েই কার্যত বিয়েই সেরে নিলেন তার প্রবাসী প্রেমিক সুজিত বসু।

Ad

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আটলান্টায় বসবাসকারী আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে তনুশ্রীর সম্পর্কের বয়স মাত্র পাঁচ মাস। তবে সেই কয়েক মাসের গভীরতা তাদের সম্পর্ককে স্থায়ী বন্ধনে পরিণত করেছে। স্থানীয় এক পাঁচতারকা হোটেলে রাতারাতি বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে প্রসঙ্গে নায়িকা বলেছেন, ‘ভাবনাটা ছিল শুধু ঘুরে বেড়ানো। বিয়ে করব, এটা স্বপ্নেও ভাবিনি।’

Ad
Ad

কিন্তু চমকের তখনও বাকি ছিল। নিছকই ঘুরে বেড়ানোর মাঝে হঠাৎ সুজিতের প্রস্তাব, ‘চলো, বিয়েটা সেরে ফেলি?’ নায়িকার ‘হ্যাঁ’ বা ‘না’ বলার আগেই যেন জাদুর কাঠির ছোঁয়ায় সব প্রস্তুত হয়ে গেল। রাতারাতি ঠিক হয়ে গেল বিয়ের ভেন্যু, চলে এল স্বপ্নের মতো সুন্দর লেহেঙ্গা আর মানানসই গহনা। তনুশ্রীর ভাষায়, ‘সবটা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। ঘোর কাটেনি। বিশ্বাসই হচ্ছে না যে ও রাতারাতি সব ব্যবস্থা করে ফেলল।’

বিয়ে শেষ হওয়ার পর তনুশ্রীর প্রাক্তন প্রেমিক অভিনেতা রুদ্রনীল ঘোষও আর চুপ থাকতে পারলেন না। সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘তনুশ্রী-সুজিতকে বিয়ের অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন।’ সঙ্গে যোগ করেছেন ফুলের এবং হৃদয়ের ইমোজি। বলে রাখা ভালো, তনুশ্রী আর রুদ্রনীলের সম্পর্ক ভেঙেছে কয়েক বছর পার হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক: দুলু
২৮ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:৪২




সংবাদ ছবি
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮
২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:২১






Follow Us