বিনোদন ডেস্ক: জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মুম্বাই হাইকোর্টে দায়ের করা এই মামলার সঙ্গে তিনি ৩০ লাখ রুপি ক্ষতিপূরণ চেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের প্রায় ২০ বছর পর রীতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে শানুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। রীতার দাবি ছিল, অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলেন। এছাড়া তিনি বলেন, শানু ঠিকমতো খাবার ও ওষুধের খরচও দিতেন না এবং জীবন বাঁচাতে তাকে নিজের গয়না বিক্রি করতে হয়েছিল। পাশাপাশি শানু’র একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও রীতা খোলামেলা মন্তব্য করেছেন।


প্রাক্তন স্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে শানু আইনি পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, রীতার অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই অভিযোগের মাধ্যমে তার দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গড়ে তোলা পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।
শানুর আইনজীবী সানা রইস খান জানিয়েছেন, নোটিশে ইন্টারনেটে থাকা বিতর্কিত সাক্ষাৎকারের ভিডিও দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শানুর আইনজীবীর বক্তব্য, ‘কুমার শানু চার দশক ধরে সুরের জাদুতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন। সস্তা প্রচারের আশায় করা এসব মিথ্যা অভিযোগ দিয়ে গুণী এই শিল্পীকে কলঙ্কিত করা যাবে না।’
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেও শানু রীতাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তাতে কোনো সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন এই ‘মেলোডি কিং’। দীর্ঘ দুই দশক পর এই প্রাক্তন দম্পতির আইনি লড়াই শোবিজ পাড়ায় আলোচনার তুঙ্গে পৌঁছেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available