আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

২৫ জানুয়ারি রোববার সন্ধ্যায় ২০২৫ সালের পদ্ম সম্মাননাপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রকাশিত সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে স্থান পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম।


বাংলা সিনেমায় দীর্ঘদিনের অবদান, অভিনয় দক্ষতা এবং বহুমুখী চরিত্রে দর্শকপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ১৯৬৮ সালে শিশু শিল্পী হিসেবে। তার অভিনীত প্রথম ছবি ছিল বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’। পরে ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
এরপর থেকে টানা কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় ও সফল সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। শুধু বাংলা সিনেমাতেই নয়, বলিউডসহ ভারতের অন্যান্য চলচ্চিত্র মাধ্যমেও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রসেনজিৎ।
এদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বিজয়নগরের হীরে’। এই ছবির মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরে এসেছেন জনপ্রিয় এই অভিনেতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available