• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:০৯:১৮ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে আঞ্চলিক ইতিহাস চর্চা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪৯:৫৬

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে দুই বাংলার 'আঞ্চলিক ইতিহাস চর্চা’ নিয়ে জেলায় মাইজদীতে শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ অক্টোবর রোববার বিকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন জেলার উল্লেখযোগ্য আলেম, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

Ad
Ad

সেমিনারে সভাপতিত্ব করেন হেরিটেজ আর্কাইভসের চেয়ারম্যান ও নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মোহাম্মদ রফিক উল্লাহ।

আঞ্চলিক ইতিহাস চর্চা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইতিহাস গবেষক আলহাজ্ব মো. ফখরুল ইসলাম।

পঠিত প্রবন্ধে ফখরুল ইসলাম আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব সম্পর্কে বলেন, আঞ্চলিক ইতিহাস একটি অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক পরিচয় ও ধারাবাহিক অনুভূতি জাগিয়ে তোলে। প্রতিষ্ঠানটির বয়স খুব একটা বেশি না হলেও এর মধ্যেই প্রায় ১০ হাজার পুস্তক সংগৃহীত আছে, যা দেশের ৬৪ জেলার ইতিহাস সমৃদ্ধ। তার প্রবন্ধে নোয়াখালীর আঞ্চলিক ইতিহাস সংক্রান্ত প্রায় ১৩০টি বইয়ের নাম এবং প্রকাশকালের কথা উঠে আসে, যেসব বইসমূহ জেলার আঞ্চলিক সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য জ্ঞান সমৃদ্ধ।

মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইতিহাসবিদ, ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং কলকাতা থেকে প্রকাশিত, বাংলার রেনেসাঁ পত্রিকার সম্পাদক আলহাজ্ব আজিজুল হক। আজিজুল হক তার আলোচনায় দুই বাংলার সম্প্রীতি, মুসলমান গবেষকদের গবেষণা ও প্রকাশনা সম্পর্কে আলোচনা করেন। তিনি ভারতে আগামী বছর নোয়াখালী সম্মেলনের প্রস্তাব ও আমন্ত্রণ জানান। এছাড়া আলোচকবৃন্দ আঞ্চলিক ইতিহাস চর্চায় ভৌগোলিক সীমারেখা ও সংস্কৃতির ওপর গুরুত্ব প্রদান করেন।

সেমিনারে আরও আলোচনা করেন পশ্চিম বাংলার পত্রিকা আবাবিল’র সম্পাদক জানে আলম, পশ্চিম বাংলার এনায়েতপুর এম আই হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক নুরনবী জমাদার, পশ্চিমবাংলা লাব্বাইক মিশনের প্রধান শিক্ষিকা শাবানা খাতুন প্রমুখ।

এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন লেখক হাফিজা বেগম ও বিশিষ্ট সমাজসেবী সাহেরা বানু। আলোচকদের মধ্যে সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, কবি ফারুক আল ফয়সল, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, কবি নাদিরা সুলতানা, কবি পানা উল্লাহ, ড. শিবপ্রসাদ শূর, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, প্রাবন্ধিক, কবি গাজী গিয়াস উদ্দিন প্রমুখ।

সেমিনারে এফ হেরিটেজ আর্কাইভস এর পক্ষ থেকে দুজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। বিশিষ্ট ইতিহাস গবেষক মো. ফখরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রয়াত মাসুম এ রাসুলকে ইতিহাস ও লোক গবেষণায় মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:২৮

সংবাদ ছবি
বিএনপির ২৩২ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯







সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



Follow Us