• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১২:৪২:৫৭ (25-Nov-2025)
  • - ৩৩° সে:

বিশ্ববাসী কেউ আর যুদ্ধ চায় না: জাতিসংঘের মহাসচিব

১৫ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩৪:১৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ববাসী কেউ আর যুদ্ধ চায় না। মানুষ শান্তি চায়।

Ad

১৪ এপ্রিল রোববার বিকেলে ইসরায়েলের অনুরোধে ইরানের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি সভায় এ কথা বলেন তিনি। ওই  বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতরা তাদের স্ব স্ব দেশের অবস্থানের পক্ষে বক্তব্য তুলে ধরেন ।

Ad
Ad

জাতিসংঘের মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে। এ অঞ্চলের মানুষ একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এমন পদক্ষেপ নেওয়া যাবে না যাতে করে গাজার মতো মধ্যপ্রাচ্যে বিভিন্ন দিকের বড় বড় সামরিক পক্ষগুলো সংঘাতে জড়িয়ে যেতে পারে।

গুতেরেস বলেন, কোনোভাবেই যাতে ইরান-ইসরায়েল-গাজা সংঘাত আর উসকে না যায়, সেটি প্রতিরোধে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। দায়িত্বপালনের সঙ্গে যুক্ত হতে হবে। এ সময় গাজার প্রসঙ্গ উল্লেখ করে গুতেরেস বলেন, সেখানে মানবিক অবস্থা বিপর্যস্ত। এ জন্য সব জিম্মিকে নিঃশর্ত মুক্তি ও বাধাহীনভাবে ত্রাণ তৎপরতা চালাতে দেওয়া দরকার।

মহাসচি আরও বলেন, বিশ্বে শান্তি স্থাপনে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর যৌথ দায়িত্ব রয়েছে। প্রতি ঘণ্টায় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তার অবস্থা অবনতি হচ্ছে। মধ্যপ্রাচ্যের বা বিশ্বের কেউ আর যুদ্ধ চায় না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েক সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতেই গতকাল রোববার রাতে ইসরায়েলজুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান।

ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম করপোরেশন জানিয়েছে, শনিবার রাতের হামলায় ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৬০টি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে।\

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
দেশের রপ্তানিকারকদের জন্য বড় সুখবর
২৪ নভেম্বর ২০২৫ রাত ০৯:১৯:১১




সংবাদ ছবি
সেনবাগে যুবদলের মিছিল সমাবেশ
২৪ নভেম্বর ২০২৫ রাত ০৮:৫১:৪৮

সংবাদ ছবি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’
২৪ নভেম্বর ২০২৫ রাত ০৮:৩৯:৪১


সংবাদ ছবি
দুই জেলায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা
২৪ নভেম্বর ২০২৫ রাত ০৮:০১:০৮


সংবাদ ছবি
পে স্কেল নিয়ে কমিশনের বৈঠক শেষ, যা জানা গেল
২৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৫


Follow Us