মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, “আমি প্রতিবার নির্বাচনের আগে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য একটি সুস্পষ্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করে থাকি। গতকাল আমি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মানুষের জন্য আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। এই ইশতেহারে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আপনারা যদি আমাকে সমর্থন দেন, সহযোগিতা করেন এবং আমার জন্য দোয়া করেন- ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন ও পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করবো।”
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করাই তাঁর মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ রাজনীতিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available