আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী তাদের স্থল আক্রমণের বিস্তৃতি ঘটানোর ঘোষণা দেওয়ার পর গাজা শহরের বাসিন্দারা ‘প্রচণ্ড, অবিরাম’ বোমাবর্ষণের শিকার হচ্ছেন। গাজার হাসপাতাল সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৯১ জনই গাজা শহরের বাসিন্দা।
জাতিসংঘের একটি তদন্তে উঠে এসেছে, গাজায় ইসরায়েলের প্রায় দুই বছর ধরে চালানো এই যুদ্ধ 'একটি গণহত্যা'। এই তদন্তের ফলাফল প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হচ্ছে।
এদিকে, আরব ও ইসলামী বিশ্বের নেতারা কাতারের রাজধানী দোহায় এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে তারা কাতারের ওপর ইসরায়েলের ‘কাপুরুষোচিত’ আক্রমণের পাশাপাশি গাজায় ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানিয়েছেন।
ইসরায়েলি সেনারা স্থল আক্রমণ শুরু করার পর থেকে গাজা সিটিতে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। একটি যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, পশ্চিম গাজা সিটির আল-তৌফিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে এ পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ৯৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও এক লাখ ৬৫ হাজার ৩১২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available