• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:২৫:১৯ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মোদী-ট্রাম্প ফোনালাপ

১২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৭:৪৭

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের বিষয়ে মতবিনিময় করেন।

Ad

এক যৌথ বিবৃতিতে জানানো হয়, মোদী ও ট্রাম্প ভারত-মার্কিন অংশীদারত্বের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সহযোগিতার গতি সন্তোষজনক হওয়ায় দুই নেতা সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষভাবে বাণিজ্যের প্রসঙ্গে উল্লেখ করা হয়, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর উভয়েই জোর দেন।

এতে আরও বলা হয়, দুই নেতা বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন স্বার্থ অগ্রসর করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। পাশাপাশি প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতসহ অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

আলোচনার পর এক্স-এ (টুইটার) মোদী বলেন, ট্রাম্পের সঙ্গে তার খুবই উষ্ণ ও আকর্ষণীয় কথোপকথন হয়েছে। তিনি জানান, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। মোদীর ভাষায়, ‘ভারত ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-মার্কিন সম্পর্ক কিছুটা টানাপোড়েনে আছে। বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানির কারণে গত জুলাইয়ে ওয়াশিংটন নয়াদিল্লির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। ভারত এই শুল্ককে অন্যায্য বলে আখ্যা দিয়ে বলেছে, রুশ তেলের বৃহত্তম ক্রেতা চীন এবং রাশিয়া থেকে সবচেয়ে বেশি এলএনজি কেনে ইউরোপীয় ইউনিয়ন—সেক্ষেত্রে ভারতের ওপর অতিরিক্ত শুল্কের যৌক্তিকতা নেই। সূত্র: এনডিটিভি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৬



সংবাদ ছবি
কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই শুরু
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৪


সংবাদ ছবি
হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:০৪

সংবাদ ছবি
গুলিবিদ্ধ ওসমান হাদী, প্রতিবাদে উত্তাল বেরোবি
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:১৯



Follow Us