আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয়বারের মতো একটি তেল ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জারি করা তথাকথিত ‘সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ’-এর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে ভেনেজুয়েলা সরকার একে ‘চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

২১ ডিসেম্বর রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নয়েম শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ট্যাংকার আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পেন্টাগনের সহায়তায় মার্কিন কোস্টগার্ড জাহাজটি আটক করেছে। নয়েম দাবি করেন, এই অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহৃত নিষিদ্ধ তেলের অবৈধ চলাচল যুক্তরাষ্ট্র বন্ধ করবে।


গত কয়েক সপ্তাহের মধ্যে এটি ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় আটকানো দ্বিতীয় তেল ট্যাংকার। একই সঙ্গে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও দেশটি থেকে বের হওয়া সব অনুমোদিত তেল ট্যাংকারের ওপর “সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ” আরোপের নির্দেশ দেন।
এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক জলসীমায় বেসরকারি তেলবাহী জাহাজ আটক ও ক্রুদের জোরপূর্বক অন্তর্ধান আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ। তিনি বলেন, এসব কাজ শাস্তিহীন থাকবে না এবং ভেনেজুয়েলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন সংস্থায় অভিযোগ দায়ের করবে।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, আটক জাহাজটি পানামা-পতাকাবাহী ‘সেঞ্চুরি’, যা ক্যারিবিয়ান সাগরে বার্বাডোসের পূর্বে আটক করা হয়। রয়টার্সকে ওয়াশিংটনভিত্তিক আইন সংস্থা হিউজ হাবার্ডের অংশীদার জেরেমি প্যানার জানান, জাহাজটি যুক্তরাষ্ট্রের অনুমোদনপ্রাপ্ত ছিল না।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পিডিভিএসএ-এর নথি অনুযায়ী ‘সেঞ্চুরি’ প্রায় ১৮ লাখ ব্যারেল ভেনেজুয়েলার মেরে অশোধিত তেল চীনের উদ্দেশ্যে বহন করছিল এবং “ছায়া বহর”-এর অংশ হিসেবে অবস্থান গোপন করেছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available