• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ দুপুর ০১:২০:৫৭ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

এবার মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়লো উগ্র হিন্দুত্ববাদীরা

৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫১:৪৮

এবার মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়লো উগ্র হিন্দুত্ববাদীরা

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি ও কলকাতার পর এবার ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে ন্যাক্কারজনক বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ।

Ad

৭ জানুয়ারি বুধবার বিকেলে দেড় শতাধিক উগ্রবাদী হঠাৎ মিশনের সামনে জড়ো হয়ে বাংলাদেশবিরোধী সহিংস তাণ্ডব চালায়। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিন্নভিন্ন করে এবং ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। মুম্বাইয়ের একাধিক কূটনৈতিক সূত্র এই ন্যাক্কারজনক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Ad
Ad

বিক্ষোভকারীরা মিশনের ভেতরে ঢোকার চেষ্টা করলে স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। শেষ পর্যন্ত মিশনের কোনো বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে মিশনের কর্মীরা নিরাপদ আছেন বলে জানা গেছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে ধারাবাহিকভাবে এমন হামলা ও তাণ্ডব চালানো হচ্ছে।

সম্প্রতি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের কড়া অবস্থানের পর ভারতীয় উগ্রবাদীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে। এর আগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং একটি ভিসা সেন্টার জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে উগ্র হিন্দুত্ববাদীরা তাদের চরম অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে কলকাতার বাংলাদেশ মিশন গতকাল থেকে ভারতীয়দের জন্য পর্যটন ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। এর আগে দিল্লি ও আগরতলা মিশনে এই পরিষেবা আগেই স্থগিত করা হয়েছিল। তবে ঢাকা ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কর্মসূত্রে ও ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশে যাওয়ার ভিসা প্রক্রিয়া এখনো চালু রয়েছে। কারণ এই বিশেষ ক্যাটাগরির ভিসাগুলো অনেক স্তরের যাচাই-বাছাইয়ের পর প্রদান করা হয়। ভারতের মাটিতে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার এমন অবমাননা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত
পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত
৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৪:৩৫




মণিরামপুরে কুকুরের কামড়ে আহত ৩৬
মণিরামপুরে কুকুরের কামড়ে আহত ৩৬
৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০১:২১


আশুলিয়ায় আগুনে পুড়লো আধাপাকা বাড়ি
আশুলিয়ায় আগুনে পুড়লো আধাপাকা বাড়ি
৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫১:২৩



Follow Us