• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৭:৩৮ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য

২১ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫২:২৭

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার।

Ad

২০ জানুয়ারি মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর ফলে শিশুরা অনবরত স্ক্রলিং, উদ্বেগ এবং অন্যদের সঙ্গে নিজেকে তুলনার এক ক্ষতিকর পরিবেশে ঢুকে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।

Ad
Ad

প্রধানমন্ত্রী বলেন, ইনফিনিট স্ক্রলিংয়ের মতো ক্ষতিকর ফিচার এবং কোন বয়সে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেওয়া হবে, এসব বিষয় বর্তমানে পর্যালোচনায় রয়েছে।

লেবার সরকার জানিয়েছে, শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করা কার্যকর হবে কি না এবং এমন সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে, তা নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করা হবে। এ লক্ষ্যে যুক্তরাজ্যের মন্ত্রীরা অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা করছেন।

উল্লেখ্য, গত মাসে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। তবে যুক্তরাজ্য সরকার এখনো কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট বয়সের নিচে নিষেধাজ্ঞা আরোপ এবং বয়স যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার বিষয়গুলো বিবেচনায় রয়েছে।

বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য ও বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ক্ষতিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এ উদ্বেগ আরও তীব্র হয়েছে।

এ প্রসঙ্গে ব্রিটিশ সরকার জানিয়েছে, এআই ব্যবহার করে নগ্ন ছবি তৈরির টুল নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের নগ্ন ছবি দেখা বা শেয়ার করা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার আরও জানায়, ইতোমধ্যে কার্যকর হওয়া অনলাইন সেফটি অ্যাক্টের ফলে বয়স যাচাইয়ের হার বৃদ্ধি পেয়েছে এবং পর্নোগ্রাফি সাইটে শিশুদের প্রবেশ কমেছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘শৈশব মানে অপরিচিত মানুষের বিচার কিংবা লাইক পাওয়ার চাপ নয়। কিন্তু আজ অনেক শিশুর শৈশবই কাটছে অন্তহীন স্ক্রলিং আর মানসিক চাপে।’ তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সবচেয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে সব বিকল্পই খোলা রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে বিএনপি: মাহদী আমিন
গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে বিএনপি: মাহদী আমিন
২১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১৭:০৫


দুই দশক পর সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
দুই দশক পর সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
২১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৮:৩৯





Follow Us