নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসন ও কার্যক্রম শক্তিশালী করতে ৪৬টি জুডিসিয়াল সার্ভিস ক্যাডার পদসহ মোট ২১৩টি পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, পদের মধ্যে রয়েছে একজন সিনিয়র সচিব, চারজন অতিরিক্ত সচিব, চারজন যুগ্ম সচিব, ১৭ জন উপসচিব, ২০ জন সিনিয়র সহকারী সচিব ও মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা। এছাড়া সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, গাড়িচালক, অডিটর ও ফটোগ্রাফারের মতো বিভিন্ন পদও অন্তর্ভুক্ত।


জুডিসিয়াল সার্ভিস ক্যাডারের ৪৬ পদের মধ্যে ৪৫ পদের বেতন ধরা হয়েছে ২০১৬ সালের জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী। বাকি ১৬৮ পদের বেতন ধরা হয়েছে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে।
পদ সৃজন কমিটির সুপারিশ ও প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর এই পদ সৃষ্টি করা হয়েছে। ২১৩টি পদ, যানবাহন ও অফিস সরঞ্জামের ব্যয়ভার সচিবালয়ের বরাদ্দকৃত বাজেট থেকে বহন করা হবে।
সূচিপত্রে সচিবালয়ের জন্য ৯টি জিপ, ৬টি মাইক্রোবাস, ৪টি বাস, ৫টি ফটোকপিয়ার ও ১টি ডিজিটাল ক্যামেরা বরাদ্দের উল্লেখ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available