• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৩৯:৩২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল

৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭

সংবাদ ছবি

লাইফস্টাইল ডেস্ক: সারাদেশে তীব্র গরম পড়েছে। রোদের প্রচণ্ড তাপে বাড়ির বাইরে পা ফেলাই মুশকিল। রোদ কেবল বাইরেই নয়, আপনার ঘরের ভেতরেও তাপ সৃষ্টি করে। বাড়িতে অনেকেই শখে বাগান করেন। গরমকালে বাগান করার ক্ষেত্রে অনেকেই কয়েকটি ভুল করে ফেলেন। অন্যথায় গাছের ক্ষতি হয়। তাই বাড়িতে বাগানের জন্য সহজ কয়েকটি বিষয় খেয়াল রাখলে সুবিধা হয়।

Ad
Ad


– বাড়ির বাগানে নির্দিষ্ট সময়োপযোগী অনেকেই নতুন গাছ লাগান। তবে কোন মৌসুমে কোনো গাছ লাগানো উচিত, তা জেনে রাখা ভালো। গরমকালে কোনো কোনো গাছ সুস্থ থাকে বা কোনো কোনো গাছ ভাল ফুল ও ফল ধারণ করে, তা জেনে বাগান করলে সমস্যা হবে না।

Ad
Ad

– নিয়মিত পানি না দিলে গাছ সতেজ থাকে না। তাতে ফুল ও ফলের বৃদ্ধিও ঘটে না। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গাছে পানি দেওয়ারও নির্দিষ্ট সময় রয়েছে। দুপুরে প্রখর রোদের মধ্যে গাছে পানি দেওয়া উচিত নয়। কারণ তাপমাত্রা যত বেশি হবে, পানি তত দ্রুত বাষ্পে পরিণত হবে। ফলে তাতে গাছের উপকারও কমে যাবে। সকালে তাপমাত্রা কম থাকে। তখন গাছে পানি দিতে পারলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। তবে পানি দিতে হবে ভোর ৫টা থেকে ৯টার মধ্যে।

Ad

– ভোরে গাছে পানি না দিতে পারলে, সে ক্ষেত্রে বিকল্প পথ খোলা রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভোরে গাছে পানি না দিতে পারলে সন্ধ্যায় পানি দেওয়া যেতে পারে। কারণ, সূর্যাস্তের পর তখন ধীরে ধীরে চারপাশের তাপমাত্রা কমতে শুরু করে। কিন্তু বেশি রাতে গাছে পানি দেওয়া ঠিক নয়। কারণ, অনেক সময়ই সূর্যালোকের অভাবে শিকড়ে বেশ পানি জমা হতে পারে। তা থেকে গাছে ছত্রাক সংক্রমণ হতে পারে বা গাছটির মৃত্যু পর্যন্ত হতে পারে।

– রোদের তাপ থেকে গাছকে রক্ষা করতে দিনের বেলায় প্রয়োজনে টবগুলোর উপরে কোনো প্লাস্টিক শিট বা খড়ের চালা দেওয়া যেতে পারে। ফ্ল্যাটের বারান্দায় অনেকে গাছ রাখেন। সেখানে খুব প্রখর রোদ থাকলে, দুপুরে কোনো পর্দার আড়াল ব্যবহার করা যেতে পারে।

– গরমে গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। কিন্তু খুব তাপদাহের মধ্যে মাটিতে কীটনাশক ব্যবহার না করাই ভাল। আর কীটনাশক ব্যহার করলেও তা যেন ভেষজ পদ্ধতিতে তৈরি হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত।

– গরমে তাপমাত্রার কারণেই গাছ বেশি পানি শোষণ করে। তাই অনেকেই গাছে একটু বেশি পানি দিয়ে থাকেন। সেক্ষেত্রে টবের নীচে যেন অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার জন্য ফুটো থাকে, তা দেখে নিয়ে নতুন গাছ রোপণ করা উচিত।

– গরমকালে প্রখর রোদে টবে মাটির আর্দ্রতা বজায় থাকা জরুরি। তার জন্য গাছে পানি দেওয়ার পর মাটির উপরে শুকনো পাতা দিয়ে রাখা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২