• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৫:৪০ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাল্যবিয়ে রোধে সংবাদ প্রকাশ করায় সম্মাননা পেলেন এশিয়ান টিভির কুড়িগ্রাম প্রতিনিধি

২৩ জুন ২০২৫ দুপুর ১২:০৫:৫৪

সংবাদ ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: সাংবাদ প্রকাশের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়। তিনি এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং দৈনিক ভোরের দর্পণের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি নাগেশ্বরী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তাঁর পেশাজীবনে বাল্যবিয়ে প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকার মূল্যায়ন করে আরডিআরএস বাংলাদেশ-এর সমৃদ্ধি কর্মসূচির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং সমৃদ্ধি কর্মসূচির আওতায় ২২ জুন রোববার বিকাল ৪টায় নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ‘উপজেলা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা, বাল্যবিয়ে বিরোধী ম্যারাথন/সাইকেল র‌্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফির সভাপতিত্বে এবং প্রোজেক্ট কো-অর্ডিনেটর ইকবাল সাহাদতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, আরডিআরএস বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, নাগেশ্বরী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকার প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪








সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭