দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো, এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি মো. শাহ আলম এবং প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের দৌলতপুর উপজেলা সংবাদদাতা মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান, সাবেক সভাপতি মো. শাহ আলম, সাবেক কার্যনির্বাহী সদস্য মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য মো. মাসউদুর রহমান, আমিনুর রহমান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available