• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:২১ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

সারাদেশের ৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

৪ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৭:১৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে সারাদেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ করেছেন।

Ad

৪ নভেম্বর মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

Ad
Ad

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চ্যালেঞ্জ, ভোটিং, নির্বাচন কেন্দ্রের বিধি-বিধান শেখানো হয়েছে। এই প্রশিক্ষণে অডিও, ভিডিওসহ সমস্ত বিধি-বিধান, বডিঅন ক্যামেরার ব্যবহার অত্যাধুনিকভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরীক্ষিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলাই নির্বাচনী প্রশিক্ষণের মূল লক্ষ্য।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটকেন্দ্র নিরাপত্তা, সংঘাত নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ নির্দেশনা পেয়েছেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও জোর দেয়া হয়েছে।

এর আগে পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে।’

আইজিপি বলেন, ‘আমরা ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের নির্বাচনে চ্যালেঞ্জ, ভোটিং, নির্বাচন কেন্দ্রের বিধি-বিধান শেখানো হবে। হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। নির্বাচনে ১ লাখ ৫০ হাজার পুলিশ মোতায়েন হবে। গত নির্বাচনে ছিল ১ লাখ ৪৩ হাজার। নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৩-৪শ’ বেড়েছে।’

পুলিশ প্রধান বলেন, ‘আগামী ১৫ জানুয়ারির মধ্যে আশা করি আমরা দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দিতে সক্ষম হবো। এই প্রশিক্ষণে অডিও, ভিডিওসহ সমস্ত বিধি-বিধান, বডিঅন ক্যামেরার ব্যবহার অত্যাধুনিকভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। অস্ত্রের নীতিমালা মেনে অস্ত্র ব্যবহার হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১১০১
৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:১৯


সংবাদ ছবি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৪:৩৬






সংবাদ ছবি
ইসির নিবন্ধন পাচ্ছে তিন দল: ইসি সচিব
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:১০


Follow Us