নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, এর মধ্যে আপ্যায়ন খাতে ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা।

৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, সম্প্রতি মহলবিশেষ থেকে দাবি করা হয়েছে— কমিশন আপ্যায়নে ৮৩ কোটি টাকা ব্যয় করেছে। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।


পোস্টে উল্লেখ করা হয়, এটি পরিকল্পিত প্রোপাগান্ডা; অপপ্রচারকারীরা কমিশনের কোনো বক্তব্য নেয়নি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেনি।
এতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যক্রম শুরু করার পর ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে কমিশনের মোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। ৩১ অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১২৬ টাকা, যা বরাদ্দের ২৩ দশমিক ৪৬ শতাংশ। আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা।
কমিশনের আপ্যায়ন খরচের বড় অংশ ব্যয় হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়। তিন ধাপের আলোচনায় মোট ৯৪টি বৈঠকে গড়ে প্রতিদিন ১ লাখ ২০ হাজার টাকার কম ব্যয় হয়। কমিশনের নিজস্ব ৫০টি সভায় ব্যয় হয় ১ লাখ ৫ হাজার টাকা, আর অন্যান্য ১৩টি অনুষ্ঠানে ২ লাখ টাকার কিছু বেশি।
এ ছাড়া বিশেষজ্ঞদের সঙ্গে ১৪টি বৈঠকে ব্যয় হয় ৩০ হাজার টাকা, এবং ৯ মাসে বিভিন্ন অতিথি আপ্যায়নে ব্যয় হয় ২ লাখ টাকা।
কমিশনের দাবি, ৮৩ কোটি টাকার প্রচার সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এটি কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র। কমিশন আশা করে, অপপ্রচারকারীরা ভুল স্বীকার করে ক্ষমা চাইবে এবং গণমাধ্যম সত্য তথ্য প্রচার অব্যাহত রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available