• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:০১:০৬ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

নির্বাচনের দ্বিতীয় টিজার, ফেলানীর বাবার আকুতি

৮ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৭:৪৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজারটি মুক্তি পেয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে ১ মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ টিজারটি প্রকাশ করা হয়।

Ad

টিজারটির মূল বিষয়বস্তু ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের মর্মান্তিক ঘটনা।

Ad
Ad

টিজারে ফেলানীর বাবা মো. নূর ইসলামকে তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে গভীর ক্ষোভ ও বেদনা প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।

নূর ইসলাম স্পষ্ট করে বলেন, আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।

একইসঙ্গে দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।

প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
লংগদুতে সেনাবাহিনীর অভিযানে গাঁজা জব্দ
৮ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:৪০


সংবাদ ছবি
টিটিপাড়ায় চালু হলো ৬ লেনের আন্ডারপাস
৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪০:০৩








Follow Us