• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৩৩:৩৮ (22-Nov-2025)
  • - ৩৩° সে:

ঢাকার ১ সেকেন্ড পরই নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

২২ নভেম্বর ২০২৫ রাত ০৮:২৯:০২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বাড্ডা এলাকায় ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার ঠিক এক সেকেন্ড পরই নরসিংদীতে আরেকটি ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

Ad

তবে নরসিংদীর ভূমিকম্পটির উৎসস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Ad
Ad

২২ নভেম্বর শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭, যা অনুভূত হয়েছে ঢাকার বাড্ডা এলাকায়। এর ঠিক এক সেকেন্ড পর আরেকটি ৪.৩ মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীতে।

এ আবহাওয়াবিদ বলেন, নরসিংদীর ভূমিকম্প সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। শুধু উৎসস্থল হিসেবে নরসিংদী জানা গেছে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us