• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:২৪:৩৬ (31-Dec-2025)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৭:৪৮

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে।

Ad

৩১ ডিসেম্বর বুধবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।  

Ad
Ad

বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ না যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে বেশ কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়া খামার বাড়ি, বিজয় সরণি এলাকার পথ উন্মুক্ত রাখা হয়েছে। এসব পথ দিয়ে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন।

আরও দেখা যায়, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে উপস্থিত হচ্ছেন। কারো হাতে দেশের ও দলের পতাকা রয়েছে। আবার কারো হাতে  রয়েছে কালো পতাকা।

কুষ্টিয়া থেকে আসা সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল সামসুজ্জামান বলেন, আমার নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে আমরা কুষ্টিয়া থেকে এসেছি। তার জীবনটাই ছিল লড়াইয়ের। মৃত্যুর মুখেও আমার নেত্রী আপস করেননি। আমরা গর্ব করে বলতো পারবো, আমরা খালেদা জিয়ার কর্মী। আজকে আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।  

যশোর থেকে জানাজায় অংশ নিতে মানিক অ্যাভিনিউতে এসেছেন কবির খান। তিনি বলেন, আজকে লাখ লাখ নেতাকর্মী আসছে। বেগম জিয়া মানুষের মনে রয়েছে। চিরদিন তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে থাকবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৭:৩৭



বেগম খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান
বেগম খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান
৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৬:৩১




খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল
৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৭:৪৮


Follow Us