• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৬:২৮ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

১২ কোটি ৭৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ

২৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫৬:১৭

১২ কোটি ৭৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

Ad

২২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশন ৩০০টি সংসদীয় আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে।

Ad
Ad

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া ভোটার তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।

আসনভিত্তিক তথ্য অনুযায়ী, গাজীপুর-২ সংসদীয় আসনে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছেন, যেখানে ভোটারের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে, ঝালকাঠি-১ আসনে সর্বনিম্ন ভোটার রয়েছেন- মোট ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় নির্বাচনী ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয় সূত্রে জানানো হয়েছে, প্রতিটি আসনের ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার মুদ্রণ ও ভোটকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যেহেতু ভোটারদের দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা এবং সময় প্রয়োজন হতে পারে বলেও আগেই সতর্ক করেছে কমিশন।

এদিকে, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের বিষয়ে কমিশন স্পষ্ট অবস্থান নিয়েছে। ভোটারদের এনআইডি সংগ্রহ, উপহার দেওয়া বা কোনো ধরনের প্রলোভন দেখানো আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে ইসি। পাশাপাশি কোনো প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত জটিলতা বা আদালতের নির্দেশনা থাকলে তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের ব্যবস্থাও সচল রয়েছে।

নির্বাচন কমিশন আরও জানায়, এবারের নির্বাচনে নতুন ভোটারদের অংশগ্রহণ এবং প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছ ভোটদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করছে কমিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ
নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ
২৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৫৬






হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি
হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি
২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৪:২০



Follow Us