নিজস্ব প্রতিবেদক: তারেক রহমান উদ্বেগের মধ্যে থাকলেও সব সময় যোগাযোগ রাখছেন। যখন উপযুক্ত সময় হবে, তখনই তিনি দেশে আসবেন— এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

৩০ নভেম্বর রোববার গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।


এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, সেখানে আরও অনেক রোগী রয়েছে। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে এ ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় নিজ অবস্থানে থেকে সবাইকে দো'আর অনুরোধ করেন বিএনপির এ সিনিয়র নেতা।
তিনি বলেন, খালেদা জিয়ার শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশ যাওয়ার বিষয়ে চিকিৎসকরা এখনও সিদ্ধান্ত নেননি। আশা করি দ্রুতই সেরে উঠবেন।
এদিকে, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার তথ্যও জানান রিজভী আহমেদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available