• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:৪৬ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী: রাশেদ খান

১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪৪:১৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলমান শারীরিক অবস্থার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে দায়ী করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

Ad

৩০ নভেম্বর রোববার রাতে দিকে একটি প্রতিনিধি দল নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

Ad
Ad

রাশেদ খান বলেন, ‘বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি নির্ভীক ভূমিকা রেখেছেন। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের কারণে এবং শেখ হাসিনার সঙ্গে আপস না করায় তাকে আজ কারাভোগ করতে হয়েছে, আর সেই কারণেই তার শারীরিক জটিলতা সৃষ্টি হয়েছে। তাই তার বর্তমান অসুস্থতার জন্য দায়ী ভারতের মদদপুষ্ট হাসিনা সরকার।’

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া সুস্থ থাকতেই পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন, অথচ বের হয়েছেন হুইলচেয়ারে। ‘আপস করলেই তাকে জেলে যেতে হতো না, অসুস্থও হতে হতো না,’—যোগ করেন তিনি।

গণঅধিকার পরিষদের নেতা জানান, তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছেন তার অবস্থা ‘অপরিবর্তিত’।

তিনি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার বিচার দেখে যেতে পারেন।’

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, সৈয়দ মো. ইব্রাহিম রওনকসহ গণঅধিকার পরিষদের অন্যান্য নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
চলতি ডিসেম্বরে মিলবে টানা তিনদিনের ছুটি!
১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩২






Follow Us