নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন এবং ৫ দফা দাবিতে সিলেটে ইসলামি ও সমমনা আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

৬ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ শুরু হয়।


বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে আট দলের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। সকাল থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা চলেছে।
আট দলের মধ্যে আছে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং নাগরিক অধিকারের প্রশ্নে এ সমাবেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ৮ দলের নেতাকর্মীরা।
দুপুরের আনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগেই আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available